Image Source: PTI

'শমশেরা' ছবির মুক্তি নিয়ে শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত রণবীর কাপুর।

Image Source: আলিয়া ভাটের ইনস্টাগ্রাম

কয়েক মাস আগেই বিয়ে করেছেন আলিয়া ভাটকে। ব্যক্তিগত জীবনেও এখন আনন্দের জোয়ার।

Image Source: PTI

বড় পর্দায় রণবীরের শেষ হিট ছিল 'সঞ্জু'। ২০১৮ সালের ওই ছবির পর এবার 'শমশেরা'-র প্রচারে তুমুল ব্যস্ততা।

Image Source: PTI

কিন্তু প্রচারের ফাঁকে এটা কী বললেন ঋষি কাপুর-নীতু কাপুরের ছেলে?

Image Source: PTI

কাপুর পরিবারের তিনিই প্রথম ছেলে যিনি দশম শ্রেণির পরীক্ষা দিয়েছিলেন, দাবি স্বয়ং রণবীরের।

Image Source: নীতু কাপুরের ইনস্টাগ্রাম

'শমশেরা' ছবির প্রচারে এক ইউটিউবারের সঙ্গে আলাপচারিতায় একথা বলেছেন বলি-তারকা।

Image Source: নীতু কাপুরের ইনস্টাগ্রাম

৫৩.৪ শতাংশ নম্বর পেয়েছিলেন দশম শ্রেণির পরীক্ষায়, জানিয়েছেন সে কথাও।

Image Source: নীতু কাপুরের ইনস্টাগ্রাম

রণবীরের দাবি, পরিবারের লোকজন তাতেই এত খুশি হয়েছিলেন যে পার্টি দেন।

Image Source: PTI

লেখাপড়ায় যে তিনি মোটেও ভালো ছিলেন না, সেটা লুকোচাপা করেননি তারকা।

Image Source: PTI

কিন্তু তাতে কী? অভিনয় প্রতিভা ও পরিশ্রমের জোরে আজ চূড়ান্ত সফল রণবীর। মুগ্ধ ভক্তরাও।