পুনর্বাসন প্যাকেজেও বদল

দেউচা পাঁচামিতে কয়লা প্রকল্প গড়তে বাধা দেওয়া হচ্ছে। ভুল বোঝাচ্ছেন খাদান মালিকদের একাংশ। অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। দেউচা-পাঁচামি প্রকল্পে বাধা কাটাতে পুনর্বাসন প্যাকেজেও বদল এনেছে রাজ্য সরকার।

চাকরি

মুখ্য়মন্ত্রী বলেছেন, কিছু করতে গেলে কয়েকজন বাধা দিচ্ছেন, দেউচা-পাঁচামি হলে লক্ষাধিক ছেলেমেয়ের চাকরি হবে, সরকার অনেক টাকা খরচ করবে, কিছু খাদান মালিক টাকা দিয়ে লোক এনে এসব করাচ্ছে

কেউ বঞ্চিত হবে না

মুখ্যমন্ত্রী বলেছেন, আমরা কাউকে বঞ্চিত করব না।

বৃহৎ কয়লা শিল্প

লক্ষ্য বৃহৎ কয়লা শিল্প গড়া। তার জন্য প্রয়োজন পর্যাপ্ত জমি। কিন্তু তা নিয়েই ঘাত-প্রতিঘাত অব্যাহত বীরভূমের দেউচা-পাঁচামিতে।

মুখ্যমন্ত্রীর অভিযোগ

এই প্রেক্ষাপটেই মুখ্যমন্ত্রীর চাঞ্চল্যকর অভিযোগ,বীরভূমের মহম্মদবাজারে দেউচা-পাঁচামি প্রকল্প গড়তে বাধা আসছে। খাদান মালিকদের একাংশই ভুল বুঝিয়ে এসব করাচ্ছেন বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী।

বাড়তি ক্ষতিপূরণ

সোমবারই পুনর্বাসনের জন্য ক্ষতিপূরণের পরিমাণও বাড়িয়েছে রাজ্য সরকার।জমির জন্য দ্বিগুণ দাম,পর্যাপ্ত সরকারি চাকরির প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।

বিদ্যুৎ হবে সস্তা

মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, এখানে যে পাওয়ার ব্লক, বিদ্যুৎ তৈরি করবে, আগামী ১০০ বছর মানুষকে কিন্তু বেশি দামে বিদ্যুৎ কিনতে হবে না। বিদ্যুৎ অনেক সস্তা হয়ে যাবে।

কর্মসংস্থান

মুখ্যমন্ত্রী বলেছেন, আমি চাই স্থানীয় লোকজন চাকরি-বাকরির সুযোগ পাক। ১ লক্ষ ছেলেমেয়ের কর্মসংস্থান মানে অনুসারী শিল্পও অনেক গড়ে উঠবে।

জোর করে জমি নয়

মুখ্যমন্ত্রী বলেছেন, আমি সবাইকে অনুরোধ করব, রাজনীতি সবকিছুতে যেন না করা হয়। এখানে জোর করে জমি নেওয়া হচ্ছে না। যে দিতে চাইবে, সেটাই আমরা নেব। যে দিতে চাইবে না, সেখানে সেটুকু আমরা বাদ দিয়ে করব।

এর আগে দেউচা-পাঁচামি প্রকল্পের জন্য ১০ হাজার কোটি টাকার পুনর্বাসন প্রকল্প ঘোষণা করেছিল রাজ্য।সোমবার মন্ত্রিসভার বৈঠকে তার পরিমাণ বাড়ানোর সিদ্ধান্ত হয়।