গাড়ি পুজোয় লঞ্চের আগেই ফাঁস হয়ে গেল গ্র্যান্ড ভিটারার (Grand Vitara) দাম।

শোনা যাচ্ছে, প্রতিযোগিতার বাজারে বেশ আক্রমণাত্মক দাম রাখা হয়েছে এই এসইউভির ।

অটো সাইটগুলির মতে, গ্র্যান্ড ভিটারা মারুতির সবচেয়ে প্রিমিয়াম গাড়ি। যা নেক্সা শোরুম থেকে বিক্রি করা হবে।

এই দামগুলি আনুষ্ঠানিকভাবে Maruti প্রকাশ করেনি। যতদূর জানা যাচ্ছে, গ্র্যান্ড ভিটারা এখন সবচেয়ে সাশ্রয়ী মূল্যের কমপ্যাক্ট SUV হতে চলেছে

গ্র্যান্ড ভিটারা সিগমা, ডেল্টা, জেটা ও আলফা-সহ নেক্সা মডেল নিয়ে বাজারে আসবে কোম্পানি।

সিগমা ১.৫ লিটার ম্যানুয়াল মডেলের দাম ৯.৫ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু হতে পারে।

যেখানে ডেল্টা ম্যানুয়াল ১.৫ লিটারের দাম হতে পারে ১১ লক্ষ টাকা।

Zeta-র দাম ১২ লক্ষ টাকা ও টপ-এন্ড Alpha-র দাম রাখা হতে পারে ১৩.৫ লক্ষ টাকা৷

সেখানে AWD ১.৫ ও AWD ম্যানুয়ালের জন্য ১৫.৫ লক্ষ টাকা দামা ধরা হবে।

এদিকে স্বয়ংক্রিয় ভ্যারিয়েন্টগুলি ম্যানুয়াল ভ্যারিয়েন্টের তুলনায় ১.৫ লক্ষ টাকা বেশি ব্যয়বহুল। ডেল্টা অটোমেটিক পাবেন ১২.৫০ লক্ষ টাকায়।