ভারতের বাজারে এসেছে মারুতির বহু প্রতীক্ষিত গাড়ি গ্র্যান্ড ভিটারা । টয়োটার আরবান ক্রজার হাইরাইডারের প্লাটফর্মেই তৈরি হয়েছে এই গাড়ি।
মারুতির এই নতুন হাইব্রিড এসইউভির মাধ্যমে লিটারে ২৭.৯৭ কিমি মাইলেজ দেবে।
রাস্তায় বাম্পার অনুযায়ী গ্রাউন্ড ক্লিয়ারেন্স বাড়াতে কমাতে পারে এই আউডির গাড়ি।
দেশের প্রিমিয়াম গাড়ি বাজারে কেবল নতুন সিগনেচার আউটলেটের মাধ্যমে হুন্ডাই টুসো (Hyundai Tucson)
২০-৩০ লক্ষ টাকার প্রিমিয়াম SUV স্পেসের জন্য এই গাড়ি এনেছে হুন্ডাই।
Z4 ডিজেল অটোমেটিকের দাম ১৫.৯৫ লক্ষ টাকা রাখা হয়েছে। যা এর ম্যানুয়াল ভ্যারিয়েন্টের তুলনায় ১.৯ লক্ষ টাকা বেশি।
প্রকাশ্যে এল Citroen C3-র দাম। এর স্ট্যান্ডার্ড নন-টার্বো ১.২ লিটার পেট্রল ভ্যারিয়েন্টের জন্য ৫.৭ লক্ষ টাকা দিতে হবে ক্রেতাদের।