ভারতের বাজারে এসেছে মারুতির বহু প্রতীক্ষিত গাড়ি গ্র্যান্ড ভিটারা। টয়োটার আরবান ক্রুজার হাইরাইডারের প্লাটফর্মেই তৈরি হয়েছে এই গাড়ি।

কেবল ১১,০০০ টাকা দিয়ে বুক করা যাবে এই নতুন মডেল।

মারুতির এই নতুন হাইব্রিড এসইউভি লিটারে ২৭.৯৭ কিমি মাইলেজ দেবে।

একবার ট্যাঙ্ক পূর্ণ হয়ে গেলে এই এসইউভি ১২০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে।

নতুন গ্র্যান্ড ভিটারা তার সেগমেন্টে সবচেয়ে বড় প্যানোরামিক সানরুফ পাবে। অন্যান্য এসইউভির তুলনায় যা একে এক ধাপ এগিয়ে রাখে।

এটি মারুতির প্রথম এসইউভি যাতে প্যানোরামিক সানরুফ থাকবে। এছাড়াও এই গাড়িতে দেওয়া হয়েছে অল হুইল ড্রাইভের অপশন।

বিশ্বব্যাপী সুজুকির অল-গ্রিপ AWD সিস্টেম পাওয়া যায়। এবার গ্র্যান্ড ভিটারাতেও পাওয়া যাবে এই সুবিধা।

গ্র্যান্ড ভিটারার প্যানারোমিক সানরুফ পিছনে অনেকটাই সরে যায়। যা এই বিভাগের অনেক গাড়ির থেকে বেশি খোলা পরিবেশ দেবে কেবিনে।

গাড়িতে বরফ, স্পোর্ট ও অটো মোডের মতো বিভিন্ন পরিস্থিতিতে প্রয়োজন অনুযায়ী চার চাকায় শক্তি পাঠাবে ইঞ্জিন।

অফ-রোডিংয়ের সময় টায়ারগুলিও লক করা যেতে পারে এই সিস্টেমে। গ্র্যান্ড ভিটারায় ৩৬০-ডিগ্রি পার্কিং ক্যামেরা, ৬টি এয়ারব্যাগ রয়েছে।

Thanks for Reading. UP NEXT

কর্ণ জোহরের শোয়ে কেন আলোড়ন ফেললেন সামান্থা?

View next story