আপনি কি গান শুনতে ভালবাসেন? তাহলে নিশ্চিত স্মার্টফোনের সঙ্গে সঙ্গে হেডফোনও আপনার নিত্যসঙ্গী। এই ইয়ারফোন অনেকদিন পর্যন্ত ভাল রাখার জন্য অর্থাৎ মেয়াদ বাড়ানোর জন্য কী কী করতে পারেন দেখে নিন। হেডফোন পরিষ্কার রাখুন। নিয়মিত ভাবে ধুলো মুছে রাখা প্রয়োজন। হেডফোন বা ইয়ারফোনের বাডস অংশের পাশাপাশি তারের ব্যাপারেও যত্নশীল হন। হেডফোন বা ইয়ারফোন কোথায় কীভাবে রাখছেন সেটাও গুরুত্বপূর্ণ। যত্ন করে রাখতে হবে। কোনওভাবে পেঁচিয়ে না রেখে নির্দিষ্ট বাক্স বা পাউচে রাখতে হবে ইয়ারফোন। হেডফোনের ইয়ারবাডস অংশের প্যাডগুলো নির্দিষ্ট সময় অন্তর পরিবর্তন করতে হবে। সাধারণত যে কোম্পানির ফোন ব্যবহার করছেন, সেই সংস্থারই ইয়ারফোন ব্যবহার করতে পারলে ভাল। কখনই খুব জোরে আওয়াজ দিয়ে ইয়ারফোনে কিছু শুনবেন না। আর্দ্রতা এবং ধুলোবালি থেকে ইয়ারফোন দূরে রাখলে তার ভাল থাকার মেয়াদ বাড়বে।