'ফ্যামিলি ম্যান টু'-তে তাঁর পারফরম্যান্স মুগ্ধ করেছিল অনেককেই। অবশ্য তার বহু আগে থেকেই দক্ষিণী ছবির অত্যন্ত জনপ্রিয় মুখ সামান্থা রুথ প্রভু। 'পুষ্পারাজ'-এ তাঁর বিশেষ পারফরম্যান্স তাক লাগিয়েছে গোটা দেশকে। সেই সামান্থা প্রথম বার 'কফি উইথ করণ'-এ এলেন। শোয়ে নানা বিষয় নিয়ে অকপট ছিলেন অভিনেত্রী। ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করা হলে তাঁরও জবাব দেন সামান্থা। সুপারস্টার নাগা চৈতন্যের সঙ্গে হালেই বিবাহবিচ্ছেদ হয়েছে সামান্থার। এখনও কি তিক্ততা রয়েছে, জানতে চান কর্ণ জোহর। 'ধরা যাক আমাদের এক ঘরে রাখা হল। তা হলে সেখানে কোনও ধারালো জিনিস যাবে না'' জবাবে সহাস্য অথচ ইঙ্গিতপূর্ণ উত্তর দেন সামান্থা। এই মুহূর্তে প্রাক্তন স্বামীর সঙ্গে যে সম্পর্কটা মোটেও সহজ নয়, সেটা রাখঢাক না করেই বুঝিয়ে দিয়েছেন তারকা। আপাত-অস্বস্তিকর বিবাহবিচ্ছেদ নিয়ে তাঁর এমন মনোভাবকে কুর্নিশ জানাচ্ছেন ভক্তরা।