লক্ষ্যে অবিচল থেকে অদম্য জেদে সাফল্য পেয়েছেন ভারতের এই তরুণ। বিজয় বর্ধন।

ছবি- ইনস্টাগ্রাম

একবার, দুবার নয় মোট ৩৫ বার প্রতিযোগিতামূলক পরীক্ষায় অকৃতকার্য হয়েও দমে যাননি তিনি।

ছবি- ইনস্টাগ্রাম

ইঞ্জিনিয়ারিং ছেড়ে এখন তিনি সফল আইএএস অফিসার। ব্যর্থতা যে আসলে সাফল্যেরই অংশ, সেকথা প্রমাণ করেছেন বিজয়।

ছবি- ইনস্টাগ্রাম

২০২১ সালের ব্যাচের ছাত্র ছিলেন বিজয় বর্ধন। স্বপ্ন ছিল দেশের অন্যতম কঠিন এই প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল হয়ে IAS বা IPS হবেন তিনি।

ছবি- ইনস্টাগ্রাম

২০১৪ সালে প্রথমবার UPSC সিভিল সার্ভিসে বসেন বিজয়। সেবার প্রিলিমসই পাশ করতে পারেননি তিনি।

ছবি- ইনস্টাগ্রাম

এর পর আরও চারবার এই পরীক্ষা দেন তিনি। তবে সফল হননি একবারও।

ছবি- ইনস্টাগ্রাম

হরিয়ানা পিসিএস, এসএসসি, সিজিএল নানা পরীক্ষায় সাফল্য আসেনি, তবু হতাশায় ডুবে না গিয়ে দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়ে যান বিজয়।

ছবি- ইনস্টাগ্রাম

২০১৮-য় আসে প্রথম সাফল্য । UPSC-র মেধা তালিকায় ১০৪ নম্বরে জায়গা পান।

ছবি- ইনস্টাগ্রাম

IAS হওয়ার জন্য ২০২১ সালে ফের একবার পরীক্ষা দেন তিনি। মুখ ফেরায়নি ভাগ্য।

ছবি- ইনস্টাগ্রাম

সিভিল সার্ভিস পরীক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি জানান, 'আত্মবিশ্বাস হল সবার আগে। এটাই সাফল্যের মূলমন্ত্র।

ছবি- ইনস্টাগ্রাম