হরিয়ানার মেয়ে। মূলত ব্যবসায়ী পরিবার। বাবা ছিলেন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। পানিপথের বাসিন্দা হলেও পেশা সূত্রে চলে আসা দিল্লি।
সৌজন্য - ইনস্টাগ্রাম @ iassonalgoel


ভাবনাতেই ছিল না IAS। বরং ছিল উলটো। ভাবনায় ছিল বেসরকারি ক্ষেত্রে চাকরি করবেন কখনও। CS হবেন।



পরে, UPSC-র বিষয়ে পড়েন আর স্থির করেন। বাবাকে রাজি করাতে তাঁর প্রায় পাঁচ-ছয়মাস লেগেছিল। তারপর পরীক্ষায় বসার ছাড়পত্র পান।
সৌজন্য - ইনস্টাগ্রাম @ iassonalgoel



তবে, তাঁর মোটো একটা প্ল্যান বি থাকতেই হবে। যাঁরা পরীক্ষা দিচ্ছেন, তাঁদের সবসময় একটি প্ল্যান B নিজের কাছে রাখতে হবে।

সৌজন্য - ইনস্টাগ্রাম @ iassonalgoel

অর্থাৎ IPS, IAS যদি একান্ত না হওয়া যায়, সেই ব্যাক আপ প্ল্যান মোতাবেক কেরিয়ার যাতে অন্যভাবে গড়া যায়। অন্য পেশায় প্রবেশ এবং তাতে সফল হওয়া যায়।



দুহাজার ছয়ে প্রথমবার পরীক্ষায় বসেন। তবে ইন্টারভিউয়ে ডাক পাননি। হতাশ হন। তবে তা সাময়িক।



ফের নতুন করে শুরু। নিজের দুর্বল জায়গা খুঁজে ঘড়ি ধরে উত্তরপত্র লেখা শুরু করেন। কঠোর পরিশ্রম।
১২ মে, ২০০৮। ফল বেরোয়। এক বন্ধু ফোনে জানান রেজাল্ট। গোটা দেশে ১৩ নম্বরে নাম ছিল নাম।


পরীক্ষার্থীদের জন্য তাঁর পরামর্শ। রোজ নতুন কিছু করতে হবে। সঙ্গে থাকতে হবে এগিয়ে চলার ইচ্ছে।
চ্যালেঞ্জ আসবে, পরিস্থিতি অনুযায়ী তাকে মোকাবিলা করে এগিয়ে যেতে হবে। উইনার্স নেভার কুইট- এই মোটো ছিল সোনলের।


যত অনুশীলন, তত লাভ। সর্বোপরি নিজেকে মোটিভেট করতে হবে নিজেকেই।
সোনল মনে রাখতে বলছেন তিনটি C। Courage, Conviction, Consistency। সৌজন্য - ইনস্টাগ্রাম @ iassonalgoel


একইসঙ্গে তাঁর বার্তা, সবসময় নিজেকে বলতে হবে 'I can, I will ! The Game is not Over, till I Win।'
সৌজন্য - ইনস্টাগ্রাম @ iassonalgoel