ট্যুইটারের পর এবার ভেরিফায়েড সাবস্ক্রিপশন (Meta Verified Subscription) আসছে মেটা সংস্থাতেও।

সম্প্রতি মেটা (Meta) কর্তৃপক্ষ ঘোষণা করেছে যে চলতি সপ্তাহে তারা 'মেটা ভেরিফায়েড'-এর রোল আউট শুরু করতে চলেছে।

ক্রিয়েটরদের জন্য ইনস্টাগ্রামে এই সাবস্ক্রিপশন সার্ভিস চালু হতে চলেছে।

এই 'মেটা ভেরিফায়েড'-এর মাধ্যমে সরকারি আইডি-র মাধ্যমে অ্যাকাউন্ট ভেরিফাই করা হবে।

ক্রিয়েটররা এই সাবস্ক্রিপশনের মাধ্যমে তাদের অ্যাকাউন্টে একটি ব্লু ব্যাজ পাবেন।

এর পাশাপাশি অ্যাকাউন্টে অতিরিক্ত সুরক্ষা এবং কাস্টোমার সাপোর্টে সরাসরি অ্যাকসেস পাবেন।

ওয়েব ভার্সানে একমাসে মেটা ভেরিফায়েড সাবস্ক্রিপশনের খরচ ১১.৯৯ ডলার।

আইওএস ভার্সানে মেটা ভেরিফায়েড সাবস্ক্রিপশনের মাসিক খরচ ১৪.৯৯ ডলার।

প্রাথমিক ভাবে চলতি সপ্তাহে এই সার্ভিসের রোল আউট শুরু হবে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে।

খুব তাড়াতাড়ি মেটা ভেরিফায়েডের রোল আউট ছড়িয়ে পড়বে অন্যান্য দেশেও।