দুধের সর ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে।

দুধের সরের ল্যাক্টিক অ্যাসিড ত্বকের রোদে পোড়াভাব কমায় ও প্রাকৃতিকভাবেই উজ্জ্বল করে।

ত্বকের সার্বিক সুস্থতা রক্ষায় দুধের সর উপকারী।

ত্বকের কালো দাগ সহজে দূর করতে উপকারী দুধের সর।

দুধের সরের সঙ্গে এক টেবিল চামচ লেবুর রস মিশিয়ে সেই মিশ্রণটি ত্বকের ওপর শুকিয়ে জল দিয়ে ধুয়ে ফেলুন।

দুধের সরে থাকা প্রোটিন ও ভিটামিন ত্বকের ‘কোলাজেন’ তৈরি ও বয়সের ছাপ দূর করে।

কাঁচা দুধও মুখে লাগাতে পারেন। এমনটা নিয়মিত করলে ত্বক ফর্সা হবে।

পরিবেশ দূষণসহ নানা কারণে ত্বকের ভেতরে প্রদাহ সৃষ্টি হয়। অল্প দুধের সর লাগালে প্রদাহ কমে যাবে।

দুই চামচ দুধের সঙ্গে এক চামচ মধু এবং অল্প গরম জল মিশিয়ে পেস্ট বানাতে পারেন।

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন।