বলিউড তারকা শাহিদ কপূরের স্ত্রী মীরা কপূর। অভিনেত্রী না হয়েও সৌন্দর্যে কোনও নায়িকার থেকে কম যান না দুই সন্তানের মা মীরা নানা সময়ে ফ্যাশনেও টেক্কা দেন নায়িকাদের। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল হয়ে যায় সম্প্রতি শাহিদ- পত্নী মীরাকে দেখা গেল একেবারেই সাদামাটা পোশাকে। কিন্তু তাতেও নজর কাড়লেন তিনি নেট দুনিয়ায় পাপারাৎজ্জিদের ক্যামেরাবন্দি হন মীরা কপূর। সবুজ শার্টের সঙ্গে নীল জিনসে দেখা যায় তাঁকে মেয়ে মিশার সঙ্গে তাঁকে দেখা যায় সালোঁর বাইরে। মেকআপও ছিল না একেবারেই তাতেও নেটিজেনদের নজর কাড়লেন মীরা। নেটিজেনরা তাঁর এই মেকআপ ছাড়া লুকেরই প্রশংসা করলেন কমেন্ট বক্সে প্রসঙ্গত, পরিবারের পছন্দের পাত্রী মীরা রাজপুতের সঙ্গে বিয়ে হয় শাহিদ কপূরের তাঁদের দুজনের বয়সের ব্যবধানও বেশ অনেকটা। তেরো বছরের পার্থক্য তাঁদের বয়সের পরিবারের অন্য়ান্য সদস্যদের মাধ্যমে দেখা হয় শাহিদ-মীরার। তারপরই দুই পরিবারের পছন্দে বিয়ে হয় তাঁদের দুই সন্তানের জন্মের পর অনেক বেশি ফ্যাশন সচেতন হয়ে ওঠেন মীরা কপূর। বর্তমানে নানা ফ্যাশন শো মাতাতে দেখা যায় তাঁকে ২০১৫ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন শাহিদ ও মীরা। দুই সন্তানের অভিভাবক তাঁরা