এই যুবককে চিনতে পারছেন? নাম অভিষেক শর্মা। ২০০০ সালে মুক্তি পায় ব্লকবাস্টার ছবি 'কহো না পেয়ার হ্যায়'। সেই ছবিতে হৃত্বিক রোশনের ভাই অমিতের চরিত্রে অভিনয় করেছিলেন। ছবির ২৩ বছর পূর্তি হল আজ। নিজের সোশ্যাল মিডিয়ায় খানিক আবেগঘন হলেন ৩১ বছরের এই অভিনেতা। 'এটা বেশ একটা লম্বা সফর এবং আমি আশীর্বাদধন্য।' 'এমন ঐতিহাসিক ছবির অংশ হতে পেরে যেখান থেকে আমি প্রচুর শিখতে পেরেছি যা আমি দীর্ঘ সময় ধরে এবং এখনও নিজের সঙ্গে রেখে চলেছি...'। পোস্টে তিনি সিনেমার একটি ছবির সঙ্গে তাঁর এখনের একটি ছবি কোলাজ করে পোস্ট করেন। ছবিতে অভিনয়ের সুযোগ দেওয়ার জন্য তিনি রাকেশ রোশন ও হৃত্বিক রোশনকে ধন্যবাদও জানান। ২০০০ সালে এই ছবির হাত ধরে বলিউড দুই নতুন ট্যালেন্টকে পায়। সেই সময়ে ব্লকবাস্টার হিট হয় এই ছবি। 'কহো না... পেয়ার হ্যায়' ছবির গল্প মূলত সোনিয়া ও রোহিতের প্রেমকাহিনি নিয়ে তৈরি।