নতুন ছবি 'ছত্রিওয়ালি'-র প্রচারে মুম্বইতে অভিনেত্রী শেহনাজ গিল ও রকুল প্রীত সিংহ। চলতি বছরের ২০ জানুয়ারি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে এই ছবি। জি ফাইভে দেখা যাবে তেজস প্রভা বিজয় দেওসকর পরিচালিত এই ছবি। 'ছত্রিওয়ালি' ছবির বিষয় মূলত তরুণ প্রজন্মের মধ্যে, নিরাপদ যৌনতা, যৌন শিক্ষা এবং যৌন শিক্ষা সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি এর আগে 'ডক্টর জি' ছবিতে রকুলপ্রীত সিংহকে গাইনোকলিস্টের ভূমিকায় দেখা গিয়েছে। এই ছবির চরিত্র নিয়ে উচ্ছ্বসিত রকুল, বললেন, এই ধরণের চরিত্রের জন্য মুখিয়ে থাকেন তিনি। এদিন গাঢ় নীল রঙের ওয়ান ওয়ান পিস পরেছিলেন রকুল, তার ওপরে ঝলমলে জ্যাকেট। রকুলের মতে, অসুরক্ষিত যৌনতার বিরুদ্ধে যাতে মানুষ কথা বলতে পারে, তার জন্যই তৈরি এই ছবি। খোলা চুল আর পাশ্চাত্য পোশাকে পাপারাৎজিদের জন্য পোজও দেন রকুল। এদিন প্রচারে রাকুলের সঙ্গে হাজির ছিলেন শেহনাজ গিলও।