শুক্রবার ৩১ বছর সম্পূর্ণ করলেন মহম্মদ শামি
ক্রিকেটের টানে উত্তরপ্রদেশ থেকে বাংলায় এসেছিলেন
তাঁর বলের গতি দেখে দলে নেয় সিএবির প্রথম ডিভিশনের টাউন ক্লাব
কলকাতায় এসে টাউন ক্লাবের কর্তা দেবব্রত দাসের বাড়িতে থাকতেন শামি
বাংলা দলের হয়ে রঞ্জি অভিষেক ২০১০ সালে, অসমের বিরুদ্ধে
কলকাতা নাইট রাইডার্স শিবিরে নেটবোলার হিসাবে যোগ দেন শামি
আনকোরা ছেলেকে রিভার্স স্যুইং করাতে দেখে হতবাক হয়ে গিয়েছিলেন আক্রম
আক্রমের পরামর্শে কলকাতা নাইট রাইডার্স দলে নেয় শামিকে
জাতীয় দলের হয়ে টেস্টে ১৯৫, ওয়ান ডে-তে ১৪৮ ও টি-টোয়েন্টিতে ১২টি উইকেট পেয়েছেন
আইপিএলে ৭৩ ম্যাচে ৬৮ উইকেট রয়েছে শামির সাফল্যের ঝুলিতে