টোকিও প্যারালিম্পিক্সে ইতিহাস গড়লেন অবনী লেখারা
দুর্ঘটনায় মারাত্মক চোট পাওয়ার পরেও শ্যুটিং চালিয়ে যাচ্ছেন অবনী
প্রথম ভারতীয় মহিলা হিসেবে একই প্যারালিম্পিক্সে একাধিক পদক জিতলেন অবনী
মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল স্ট্যান্ডিং এসএইচ ওয়ানে সোনা জেতেন অবনী
৫০ মিটার রাইফেল থ্রি পজিশন এস এইচ ওয়ানে ব্রোঞ্জ পেলেন অবনী
আজ ৪৪৫.৯ স্কোর করে ব্রোঞ্জ পেলেন অবনী
আজ দুর্দান্ত লড়াই করে পদক জিতলেন অবনী
২০১২ সালে গাড়ি দুর্ঘটনায় মারাত্মক জখম হন অবনী
দুর্ঘটনার জেরে প্যারাপ্লেজিয়ায় আক্রান্ত হন অবনী
ট্যুইট করে অবনীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী