দ্বিতীয় টেস্টে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নেন ডিন এলগার



তবে মহম্মদ সিরাজের আগুনে বোলিংয়ে গোটা প্রোটিয় ব্যাটিং লাইন আপ পুরে ছারখার



কেরিয়ার সেরা ছয় উইকেট নেন সিরাজ, ৫৫ রানে অল আউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা



জবাবে ব্যাটে নেমে ভারত শুরুটা ভাল না করলেও, রোহিত আগ্রাসী ব্যাটিংয়ে দলকে লিড এনে দেন



তবে চা বিরতির আগে দুই উইকেট নিয়ে ম্যাচে ফিরে আসে দক্ষিণ আফ্রিকা



ভারতের হয়ে ব্যাট হাতে ইনিংস এগিয়ে নিয়ে যাচ্ছিলেন কোহলি, ৪৬ রান করেন তিনি



তবে শূন্য রানে ছয় উইকেট হারিয়ে ১৫৩ রানেই শেষ হয়ে যায় ভারতের প্রথম ইনিংস



দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার জমাট ৩৭ রানের ওপেনিং পার্টনারশিপ ভাঙেন মুকেশ কুমার



তাঁরক বলেই নিজের শেষ টেস্ট ইনিংসে ১২ রানে ফেরেন ডিন এলগার



দিনশেষে দক্ষিণ আফ্রিকার স্কোর তিন উইকেটে ৬২, প্রোটিয়া শিবির ৩৬ রানে পিছিয়ে