বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয় ১৩২তম ডুরান্ড কাপ ফাইনাল



সেনাবাহিনী জওয়ান, ডেয়ারডেভিল স্কোয়াডরা পারফর্ম করেন উদ্বোধনী অনুষ্ঠানে



ম্যাচের শুরুর দিকে দুই দলের কেউই গোলের বড় সুযোগ তৈরি করতে পারেনি



উপরন্তু ইস্টবেঙ্গল ডিফেন্ডার এলসে আহত হয়ে মাঠ ছাড়েন



প্রথমার্ধে বড় ম্যাচের ঝাঁঝ থাকলেও, ফুটবল ছিল ছন্দহীন



প্রথমার্ধ গোলশূন্যই শেষ হয়



দ্বিতীয়ার্ধে ৬২ মিনিটের মাথায় লাল কার্ড দেখে মাঠের বাইরে যান অনিরুদ্ধ থাপা



তবে আশাহত না হয়ে দিমিত্রি পেত্রাতোসের গোলে ৭১ মিনিটে এগিয়ে যায় মোহনবাগান



শেষমেশ ১-০ স্কোরলাইনেই শেষ হয় ম্যাচ



১৭তম ডুরান্ড খেতাব জিতে নেয় মোহনবাগান সুুপার জায়ান্ট