পৃথিবীর দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ পৃথিবীর সর্বোচ্চ জনঘনত্ব-বহুল রাষ্ট্র দেশটি অনেক ছোট মাত্র ১.৯৫ বর্গ কিলোমিটার মোনাকো দেশটি মোনাকো শহর নামেও পরিচিত এই দেশে গ্রাঁ পি আয়োজিতও হয় মে মাসে আয়োজন করা হয় এর রাজধানী মন্টে কার্লো বিশ্বের সবচেয়ে বড় জুয়ার আসর বসে এখানেই এটি পশ্চিম ইউরোপের একটি অর্থনৈতিক সমৃদ্ধ দেশ মোনাকোতে ১২৫ দেশের মানুষ বসবাস করে মাত্র ৫৬ মিনিটে সম্পূর্ণ দেশ ভ্রমণ করা যায় সারা দেশে একবার নয়, দিনে বহুবার ঘুরে বেড়ানো যায়