পড়ন্ত সূর্যের আলোয় নীল সমুদ্রের তীরে নীল শাড়িতে মৌনী রায় সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি শেয়ার করলেন বঙ্গতনয়া। সদ্য সমুদ্রের তীরে একটি নাচের শ্য়ুটিং সেরেছেন তিনি। সেখান থেকেই সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি ভাগ করে নিলেন মৌনী। আজ সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি ভাগ করে নিয়েছেন মৌনী। সেখানে নীল শাড়িতে সমুদ্রের জলে পা ডুবিয়ে ভারতনাট্যম নাচে মজেছেন তিনি। পায়ে ঘুঙুর, সমুদ্রের ভিজে বালিতে ভরতনাট্যম নাচ করছেন মৌনী। সোশ্যাল মিডিয়ায় প্রিয় অভিনেত্রীর নাচের সেই ছবি দেখে মুগ্ধ নেটাগরিকরা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বিয়ের একগুচ্ছ ছবি শেয়ার করে নেন মৌনী। সেখানে ধরা পরে বাঙালি বিয়ের সাজে প্রাণবন্ত মৌনীর ঝলক। সেখানে ধরা পড়ল বিয়ের বিভিন্ন ঝলক। সেখানে দেখা গেল বিয়ের বিভিন্ন রীতি রেওয়াজ হাসিমুখে পালন করছেন সূর্য-মৌনী।