২০২০ সালে ধোনির সঙ্গে একইদিনে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন সুরেশ রায়না

আজ সম্পূর্ণরূপে সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন তিনি

আইপিএলে দুরন্ত ধারাবাহিকতার জন্য রায়নার নাম দেওয়া হয় ‘মিস্টার আইপিএল’

রায়নার ৫৩৬৯ রানই সিএসকের হয়ে কোনও ব্যাটারের সর্বাধিক রান

আইপিএল ইতিহাসে তিন নম্বরে নেমে রায়নার থেকে বেশি রান আর কেউ করেননি

২০১৪ সালে পঞ্জাবের বিরুদ্ধে পাওয়ার প্লেতে রায়নার করা ৮৭ রানই সর্বকালের সর্বোচ্চ

রায়না আইপিএলে টানা ১৩২টি ম্যাচ খেলেছেন যা আইপিএল রেকর্ড

ব্যাটার তো বটেই, ফিল্ডার হিসাবে রায়নার কৃতিত্বও কিন্তু কম কিছু নয়

আইপিএল ইতিহাসে কোনও উইকেটকিপার বাদে রায়নার ধরা ১০৯ ক্যাচই সর্বোচ্চ

সিএসকের হয়ে হয়েই আইপিএলে বেশিরভাগ সময় খেললেও গুজরাত লায়ান্সের হয়েও দুই মরসুম খেলছেন রায়না