মাশরুম কেনার সময়ে খেয়াল রাখবেন

মাশরুমে যেন কোনও কালো দাগ বা ছোপ না থাকে

বাজার থেকে মাশরুম কেনার পর

রান্নার আগে মাশরুম ভালো করে জলে ধুয়ে নেওয়া প্রয়োজন

বাজারে অনেক বাড়িতে চাষ করা মাশরুমও পাওয়া যায়

মাশরুম রান্নার ক্ষেত্রে

একটু বেশি সময় দিয়ে রান্না করা দরকার

চিকেনের মতোই রান্না করুন মাশরুম

রান্নার সময়ে মাশরুম ভালো করে ভেজে নেওয়া দরকার

অনেকরকমের রান্না করা য়ায়

পাস্তা, স্যান্ডউইচ কিংবা পিৎজা

বাড়িতেই মাশরুম দিয়ে মুখরোচক অথচ স্বাস্থ্যকর খাবার তৈরি সম্ভব

তেল নাকি মাখন

বিশেষজ্ঞরা তেলের পরিবর্তে মাখন দিয়ে মাশরুম রান্নার পরামর্শ দেন

ব্রকোলির সঙ্গে মাশরুম

মাশরুমকে আরও স্বাস্থ্যকর করে তুলতে রান্নায় ব্রকোলি ব্যবহার করুন

মাশরুম স্যুপ