পেট্রোল-ডিজেলের অগ্নিমূল্যের অভিনব প্রতিবাদস্বরূপ সাইকেলে চড়ে সংসদে গেলেন তৃণমূল সাংসদরা।
এদিন বৃষ্টির মধ্যেই দিল্লিতে তৃণমূলের সদর দফতর সাউথ অ্যাভিনিউ থেকে স্লোগান দিতে দিতে প্ল্যাকার্ড ঝুলিয়ে সাইকেলে চেপে রওনা দেন ডেরেক ও ব্রায়েন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অর্পিতা ঘোষরা।
এদিন সাত তৃণমূল সাংসদ সাদার্ন অ্যাভিনিউতে অবস্থিত তৃণমূলের দফতর থেকে সাইকেল চালিয়ে সংসদে পৌঁছন। অভিনব ছিল এই প্রতিবাদের ভাষা।
সংসদের গেটে তাঁদের স্বাগত জানান লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, সাইকেল চালিয়ে সংসদে এসে প্রতিবাদের পথ দেখাল তৃণমূল।
প্রায় একমাস ধরে চলা এবারের বাদল অধিবেশনে আলোচনা হবে ৩১টি বিল নিয়ে। এর মধ্যে থাকছে বিদ্যুৎ সংশোধনী বিল ও প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির কারখানায় ধর্মঘট বেআইনি ঘোষণা সংক্রান্ত বিতর্কিত বিলও।