ত্বক-চুলের মতোই মতোই নখের ক্ষেত্রেও যত্ন নেওয়া প্রয়োজন, নখ থেকে নানা অসুখ হতে পারে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা

অনেকের ক্ষেত্রে নখ দ্রুত ভেঙে যাওয়ার সমস্যা দেখা যায়, কেউ কেউ আবার বড় নখ রাখতে পারেন

কী কারণে দ্রুত ভেঙে যায় নখ? কোন অসুখের কারণে এমন সমস্যা দেখা দেয়?

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, অনেকের ক্ষেত্রেই নখ দাঁত দিয়ে চিবানোর কারণে ভেঙে যাওয়ার সমস্যা দেখা দেয়

বয়সজনিত কারণ নখ ভেঙে যেতে পারে, শুষ্ক ত্বকের কারণেও নখ ভেঙে যাওয়ার সমস্যা দেখা যায়

বিশেষজ্ঞদের মত, একজিমা কিংবা সোরিয়াসিস অসুখের কারণে ভঙ্গুর নখের সমস্যা দেখা দেয়

শরীরে আয়রনের ঘাটতি দেখা দিলে নখ ভেঙে যেতে পারে, কোনও ধরনের ইনফেকশনের সমস্যা দেখা দিলেও এমন সমস্যা হয়

গ্লাভস ব্যবহার না করে বাসন মাজা, সাবান কাচার ফলে সাবান লেগে নখ ভঙ্গুর হয়ে যায়

শরীরে ডিহাইড্রেশনের সমস্যা দেখা দিলে নখ ভঙ্গুর হয়ে যায় বলে মত বিশেষজ্ঞদের

এছাড়াও নানা জটিল অসুখের কারণে নখ ভেঙে যাওয়ার সমস্যা দেখা দেয়