জাতীয় ক্যানসার সচেতনতা দিবস

আজ ৭ নভেম্বর। আজ জাতীয় ক্যানসার সচেতনতা দিবস। ক্যানসার সম্পর্কে সচেতনতা প্রসারই এই দিবস পালনের উদ্দেশ্য।

২০১৪-র সেপ্টেম্বরে প্রথম জাতীয় ক্যানসার সচেতনতা দিবস পালনের ঘোষণা হয়েছিল।

মেরি কুরির জন্মদিন

বিজ্ঞানী মেরি কুরির জন্মদিন ৭ নভেম্বরকে এই দিবস পালনের জন্য বেছে নেওয়া হয়েছিল।

১৮৬৭-তে ওই দিনেই জন্মগ্রহণ করেছিলেন মেরি কুরি।

তাঁর গবেষণা ক্যানসার চিকিৎসায় রেডিওথেরাপির পথ উন্মুক্ত করেছিল।

ভারতে প্রতি বছর প্রায় ১১ লক্ষ মানুষ ক্যানসার আক্রান্ত হয়।

১৯৭৫-এ ন্যাশনাল কন্ট্রোল প্রোগ্রামের সূচনা হয়েছিল। এই মারণ রোগের বিরুদ্ধে লড়াইয়ে তা ছিল এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

ক্যানসার আক্রান্তদের চিকিৎসার বন্দোবস্ত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছিল।

১০ বছর পর এই কর্মসূচীতে আগাম রোগ নির্ণয় ও ক্যানসার প্রতিরোধের ওপর গুরুত্ব আরোপ করা হয়।

এই রোগের আশঙ্কা নির্মূল করতে নিখরচায় সরকারি চিকিৎসাকেন্দ্রে ক্যানসার স্ক্রিনিংয়ের জন্য যেতে উৎসাহিত করা হয়।