অবসর জীবনের আয় নিয়ে চিন্তায় থাকেন সকলেই। অল্প হলেও নিশ্চিত আয়ের সন্ধান প্রয়োজন সকলের



এই খোঁজ করলে আপনার সহায় হতে পারে National Pension Scheme



২০০৪ সালে প্রথম আনা হয় National Pension Scheme. তখন সেটা শুধুমাত্র সরকারি চাকুরিজীবীদের জন্যই ছিল



২০০৯ সাল থেকে সবার জন্য খুলে যায় এর সুবিধা। ভারতীয় নাগরিকরা যাতে এর সুবিধা পান, তার সুযোগ তৈরি হয়।



এই প্রকল্পের সুবিধা নিতে গেলে বয়স হতে হবে ১৮ থেকে ৭০ বছরের মধ্যে



আবেদনকারীরা ওই বয়সের মধ্যে থাকলে তবেই NPS-এর জন্য আবেদন করতে পারবেন, KYC নিয়ম মেনে করতে হবে



করছাড়, মার্কেট লিঙ্কড রিটার্ন এবং পেনশনের নিশ্চয়তা দেয় NPS



অবসরের বয়স পেরোলে NPS-ছেড়ে বেরবেন গ্রাহক, তখন জমানো পুঁজির একটি অংশ কাজে লাগাতে পারেন।



ওই অংশ দিয়ে PFRDA-অনুমোদিত জীবনবিমা সংস্থা থেকে লাইফ অ্যানুইটি কিনে তা থেকে নিয়মিত আয়ের সুবিধা পেতে পারেন।



প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে। বিনিয়োগের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। ABPLive.com কখনও বিনিয়োগ করার পরামর্শ দেয় না।