বিয়ের মরসুম চলছে। অনেকেই বাঁধা পড়ছেন নতুন সম্পর্কে। শুরু করছেন নতুন জীবন।



কোনও সম্পর্কের ক্ষেত্রে আর্থিক লক্ষ্যমাত্রার গুরুত্ব থাকে।



দম্পতির মধ্যে তাঁদের আর্থিক পরিকল্পনা এবং ভাবনা খোলাখুলি আলোচনা করা প্রয়োজন।



একসঙ্গে বাঁচবেন দুটি মানুষ, তাই গোপনীয় কিছুই রাখা উচিত না। অন্তত অর্থ সংক্রান্ত বিষয় আলোচনা হওয়া উচিত



পথচলার একেবারে শুরুতেই দুজনে মিলে আগামী কিছু বছরের পরিকল্পনা সাজিয়ে ফেলুন, বেছে নিন ঠিক সময়



বিয়ের আগে কীভাবে ব্যক্তিগত আর্থিক পরিস্থিতি সামলেছেন তা আলোচনা করলে পথ খুঁজে পাবেন



দুই জন মানুষের ভাবনাচিন্তা একেবারে আলাদা হতে পারে, ভিন্ন চিন্তাধারা সম্মান দিন, কারও উপরে নিজের ভাবনা চাপিয়ে দেবেন না।



জয়েন্ট অ্যাকাউন্ট বা একসঙ্গে কোথাও বিনিয়োগ করার হলে আগে থেকে সবটা বুঝে নিয়ে তবেই করবেন।



কোনও বিনিয়োগ যদি ক্ষতির মুখে দাঁড় করায়, তাহলে একদম দোষারোপ নয়। একসঙ্গে সামলে নিন



একদিকে সংসার খরচ, অন্যদিকে সঞ্চয়। এর মধ্যে ভারসাম্য জরুরি। দুজন মানুষ বোঝাপড়ার মাধ্যমে এগোলে সহজেই মিলবে সেটা।