প্রতীক্ষার অবসান হল, ভারতে এল আট চিতা খাঁচাবন্দি অবস্থা থেকে, তাদের ছাড়া হল অভয়ারণ্যে নিজেহাতে খাঁচা খুলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একই দিনে চিতার আগমন, মোদির জন্মদিন, সংযোগ কি! আগেও চিতা ছিল ভারতে, এশিয়াটিক চিতা তবে একসময় বিলুপ্ত হয়ে যায়, তার পর ৭ দশক পার ভারতে ফের ফিরল চিতা, সুদূর নমিবিয়া থেকে