যা পেয়েছেন, অতুলনীয়, তীর্থযাত্রায় মুকেশ আম্বানি এক সপ্তাহ ধরে ঘুরছেন বিভিন্ন মন্দিরে সঙ্গে রয়েছেন হবু পুত্রবধূ রাধিকা মার্চেন্ট ছোট ছেলে অনন্ত অম্বানির হবু স্ত্রী রাধিকা ভক্তিভাগে নিমগ্ন মুকেশ, রাধিকাও বিনয়ী আম্বানি পরিবারের সঙ্গে মধুর সম্পর্ক রাধিকার প্রায়শই গোটা আম্বানিদের সঙ্গে দেখা যায় তাঁকে মুকেশের সঙ্গে তীর্থেও সঙ্গী হয়েছেন রাধিকা দুই মন্দিরে অন্নদানে দেড় কোটি করে দান কাঁদের তীর্থের নানা ছবি সামনে এসেছে