সাদা সালোয়ার কামিজ, ফিনফিনে আকাশি রঙের লখনউ চিকনের কাজ করা ওড়না। এ কোন উরফি! আজ বিমানবন্দরে একেবারে সাবেকি সাজে ধরা দিলেন অভিনেত্রী মডেল উরফি জাভেদ। হামেশাই অদ্ভূত সব পোশাক পরার জন্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হন উরফি জাভেদ। তবে আজ সাবেকি সাজে উরফিকে দেখে অবাক হন সবাই। খোলা চুলের সঙ্গে ভারি মেক আপ করেছিলেন উরফি, শরীর ঢেকেছিলেন নীল পোশাকে। কানে ভারি দুল পরেছিলেন উরফি, খালি ছিল গলা। সব মিলিয়ে মানানসই সাজ। পাপারাৎজিদের তাকিয়ে যথারীতি হাত নাড়েন, পোজও দেন উরফি তবে উরফির হাতে এদিন কোনও বড় ব্যাগ দেখা গেল না। কোথায় যাচ্ছেন তিনি স্পষ্ট হল না তাও।