বাজেট একটা প্রধান ইস্যু, প্রাথমিক স্তরে বাজেট ঠিক করে নিয়ে সেই অনুযায়ী ফ্ল্যাট খুঁজুন

ফ্ল্যাটের সঠিক পরিমাপ করে নেওয়া অত্যন্ত জরুরি, সুপার বিল্ট ও কার্পেট এরিয়া সম্পর্কে জেনে নেওয়া প্রয়োজন

ফ্ল্য়াটের বাস্তু একটা ভীষণ গুরুত্বপূর্ণ ইস্যু, সুখ-সমৃদ্ধির জন্য যা জেনে নেওয়া উচিত

ফ্ল্যাট কেনা চূড়ান্ত করার আগে অবশ্যই একবার প্রোমোটারের সম্পর্কে খোঁজখবর নিন

প্রোমোটারের অন্য কোনও প্রজেক্ট থাকলে, তা দেখে আসুন, কেমন মানের কাঁচামাল ব্য়বহার হচ্ছে খোঁজ নিন

যে জমিতে ফ্ল্যাটটি, তা সম্পর্কে জেনে নিন, জমির কোনও গণ্ডগোল আছে কি না যাচাই করুন

ফ্ল্যাট কেনার আগে অবশ্যই বিক্রেতার স্বত্ব যাচাই করে দেখে নিন

যোগাযোগ ব্য়বস্থা কেমন, তা দেখে নেওয়া উচিত, গাড়ি, মেট্রো, বাস কেমন চলছে জেনে নিন

শুরুতেই টাকা মিটিয়ে দেবেন না, আপনার ফ্ল্যাটের ছাদ, দেওয়াল, মেঝে সবকিছু দাঁড়িয়ে পর্যবেক্ষণ করুন

জল, বিদ্যুৎ এগুলোর পরিষেবা সম্পর্কেও খোঁজ খবর নিয়ে নেবেন অবশ্যই