নতুন আধার কার্ড বানাবেন? কী করতে হবে জানেন?

ABP Ananda

অফলাইনে আধার কার্ড বানাতে হতে প্রথমে আধার তালিকাভুক্তি কেন্দ্রে যান

ABP Ananda

কেন্দ্রে যাওয়ার পর সেখানে একটি তালিকাভুক্তি ফর্ম দেওয়া হবে তা পূরণ করুন

ABP Ananda

ঠিকানার প্রমাণ এবং জন্ম তারিখের প্রমাণের সঠিক নথি জমা দিন

ABP Ananda

আপনার আঙ্গুলের ছাপ ও আইরিস স্ক্যান সহ আপনার বায়োমেট্রিক ডেটা জমা দিতে হবে

১৪ সংখ্যার তালিকাভুক্তি নম্বর দেওয়া স্লিপ কেন্দ্র থেকে সংগ্রহণ করুন

এই নম্বরটি আপনার আবেদনের অবস্থান ট্রেস করতে সাহায্য করবে

পোস্টের মাধ্যমে আপনার ঠিকানায় একটি আধার কার্ড পাঠানো হবে

অফলাইনে আবেদনের ক্ষেত্রে আধার কার্ড হাতে পেতে আপনার ৩ মাস পর্যন্ত সময় লাগতে পারে

আধার কার্ড এখন ভীষণ গুরুত্বপূর্ণ, যদি না করে থাকেন, অবশ্যই দ্রুত তা করে ফেলুন