আমদাবাদে বিমান বিপর্যয়, বহুতলের উপর ভাঙল বিমান ২৪২ জন যাত্রী ও ক্রু-র মৃত্যুর আশঙ্কা

ওড়ার কয়েক মিনিট পরই দুর্ঘটনা, আছড়ে পড়ল বিমান শেষ মুহূর্তে May Day বার্তা পাঠান পাইলট!

কী এই Mayday? কখন এই বার্তা পাঠান পাইলটরা? এটি এসেছে ফরাসি শব্দ m'aider থেকে এর অর্থ সাহায্যের ডাক

নিয়ম অনুযায়ী, কোনও বিপদের আঁচ পেলে পাইলটদের তিনবার এই শব্দটি বলতে হয়

তবে আমদাবাদে পাইলটের থেকে Mayday শোনার পর পাইলটের সঙ্গে আর যোগাযোগ করা যায়নি

ভেঙে পড়ার পর বিমানে বিধ্বংসী আগুন, পুড়ে খাক বহুতল সাম্প্রতিককালের এটিই সবচেয়ে বড় বিমান দুর্ঘটনা ভারতে

বিমান দুর্ঘটনা ঘটতে পারে, বা কোনও জরুরি পরিস্থিতিতে পাইলটরা Mayday বার্তা পাঠান এয়ার ট্রাফিক কন্ট্রোলারে