Operation Sindoor-এর জের?
ভাইরাল ‘সিঁদুর গাছ’


রাজস্থানের অজমেরে
রয়েছে ‘কমীলা গাছ’


গাছের ফলের বীজে থাকে
সিঁদুরের মতো লাল রং


কখনও গুঁড়ো, কখনও
আবার তরল আকারে


পিষে নিয়ে মাথায়
সিঁদুর পরেন মহিলারা


আবার লিপস্টিক
হিসেবেও ব্যবহৃত হয়


প্রাকৃতিক সিঁদুর
বলার পক্ষপাতী কেউ কেউ


গোছার আকারে ফল
ধরে এই গাছ


প্রথমে সবুজ থাকলেও,
পরে লাল হয়ে যায়


দানার আকারে বীজ
বের করা হয়


এর পর পিষে নিয়ে ব্যবহার,
কোনও রাসায়নিক নেই