যত্ন নিয়ে বিশ্বব্রহ্মাণ্ড সাজিয়েছেন সৃষ্টিকর্তা পৃথিবীকে নিজেদের সৃষ্টিকর্ম দিয়ে আবার সাজিয়েছেন মানুষ মানুষের সৃষ্টির প্রমাণ, পৃথিবীর এই সপ্তম আশ্চর্য আক্রমণকারীদের হাত থেকে দেশকে রক্ষা হেতু নির্মাণ চিনের প্রাচীর পৃথিবীর প্রথম আশ্চর্য মায়া সভ্যতার নিদর্শন, UNESCO হেরিটেজও মেক্সিকোর চিচেন ইৎজা পৃথিবীর দ্বিতীয় আশ্চর্য রক্তিম বেলেপাথরের নীচে লুকিয়ে থাকা শহর জর্ডানের পেত্রা পৃথিবীর তৃতীয় আশ্চর্য শত্রুর হাত থেকে বাঁচতে গুপ্ত শহরের নির্মাণ? পেরুর মাচু পিচু পৃথিবীর চতুর্থ আশ্চর্য যুদ্ধের প্রেক্ষাপটে মানুষের মনে ধর্মবোধ জাগানোর চেষ্টা ব্রাজিলের ক্রাইস্ট দ্য রিডিমার পৃথিবীর পঞ্চম আশ্চর্য ভগ্নপ্রায় অবস্থায় আজও টিকে রয়েছে দিব্যি রোমের কলোসিয়াম পৃথিবীর ষষ্ঠ আশ্চর্য যমুনাতীরে শ্বেতপাথরের নির্মাণ, ভালবাসার প্রতীক হয়ে টিকে ভারতের তাজমহল পৃথিবীর সপ্তম আশ্চর্য