২১ বছর থেকে ২৪ বছর বয়সী যুবক-যুবতীরা এই প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন।

১২ অক্টোবর থেকে এই প্রকল্পে নাম নথিভুক্ত করা শুরু হয়েছে। চলবে ২৫ অক্টোবর পর্যন্ত।(ছবি সৌজন্য- গেটি)

নাম নথিভুক্তকরণ শুরু হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ১ লক্ষ ৫৫ হাজারের বেশি যুবক-যুবতী এই প্রকল্পে নিজেদের নাম লিখিয়েছেন।(ছবি সৌজন্য- গেটি)

১২ মাসের এই প্রকল্পে টিসিএস, ওএনজিসি, মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রার মতো সংস্থাগুলিতে ইন্টার্নশিপ করার সুযোগ মিলবে।(ছবি সৌজন্য- গেটি)

প্রতিমাসে এই ইন্টার্নরা পাবেন ৫ হাজার টাকা করে। আর এককালীন দেওয়া হবে ৬ হাজার টাকা।(ছবি সৌজন্য- গেটি)

আগামী পাঁচ বছরে এক কোটি যুবক-যুবতীকে এই প্রকল্পে সুযোগ দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার।(ছবি সৌজন্য- গেটি)

আবেদন করার জন্য প্রথমে আপনাকে pminternship.mca.gov.in যেতে হবে। তারপর হোমপেজে থাকা রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করতে হবে।(ছবি সৌজন্য- গেটি)

সেখানে যা যা তথ্য চাইছে তা দিয়ে প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে।(ছবি সৌজন্য- গেটি)

পুরো বিষয়টি সম্পূর্ণ করার পর একটি প্রিন্ট আউট নিতে হবে ভবিষ্যতের জন্য।(ছবি সৌজন্য- গেটি)