দরিদ্রদের মাথা গোঁজার ব্যবস্থা করতে চেয়েছিলেন জেকব ফুগাহার

সেই মতো আস্ত সোসাইটি গড়ে তুলেছিলেন জার্মানিতে

মিউনিখ থেকে গাড়িতে এক ঘণ্টা সময় লাগে ফুগাহা পৌঁছতে

১৫২১ সালে ওই সোসাইটি তৈরি হয়, তার পর গত ৫০০ বছর ভাড়া বাড়েনি

বর্তমানে সেখানে থাকতে বছরে মাত্র ৮৮ টাকা ভাড়া দিতে হয়

তবে ওই সোসাইটিতে থাকার কিছু শর্ত রয়েছে

বাসিন্দাদের ক্যাথলিক হতে হবে, সোসাইটির কাজও করতে হবে

রাত ১০টার পর ফিরলে দিতে হয় ৫০ টাকা জরিমানা

প্রতি বছর গোছা গোছা আবেদন জমা পড়ে সেখানে থাকার

যেহারে মূল্যবৃদ্ধি ঘটছে, তাতে অনেকেই আগ্রহ দেখাচ্ছেন

Thanks for Reading. UP NEXT

তিন দশক কেন নিষিদ্ধ ছিল হারমোনিয়াম?

View next story