আর কিছুদিনের মধ্যেই শুরু হবে লোকসভা নির্বাচন। বাংলায় এবারে কতজন শতায়ু ভোট দেবেন জানেন ? পশ্চিমবঙ্গে মোট ভোটারের সংখ্যা প্রায় ৭ কোটি ৫৯ লক্ষ। কিন্তু এই তালিকায় অবাক করা বিষয় কি জানেন ? আসন্ন নির্বাচনে বাংলার মোট ৩,৫৪১ জন শতায়ু ভোট দেবেন। এই ভোটদাতাদের সকলের বয়স ১০১-এর বেশি। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রেই শতায়ু ভোটার ৩০৯ জন। ৮৫ বছরের উর্ধ্বে ভোটারের সংখ্যা এবার ৪,৭৮,৪১৯ জন। ১৮-১৯ বছর বয়সী তরুণ ভোটাররাও রয়েছেন তালিকায়। শতায়ুদের পাশে ১৫,২৪,৯৮৫ জন তরুণও ভোট দেবেন এবার।