হারমোনিয়াম ছাড়া ভাবাই যায় না ভারতীয় সঙ্গীতকে

কিন্তু দীর্ঘ তিন দশক হারমোনিয়াম নিষিদ্ধ ছিল

অল ইন্ডিয়া রেডিও হারমোনিয়াম নিষিদ্ধ করেছিল

হারমোনিয়ামের বিপক্ষে আকাশবাণীকে চিঠি দেন রবীন্দ্রনাথও

তখন স্বাধীনতা সংগ্রাম চলছে গোটা দেশ জুড়ে

বিদেশি সামগ্রী বর্জন করে স্বদেশী পণ্যের উপর জোর দেওয়া হচ্ছে

ফ্রান্স থেকে আমদানিকৃত হারমোনিয়ামও বর্জনের ডাক ওঠে, বিপ্লবীদেরও সমর্থন ছিল

ভারতীয় সঙ্গীতের জন্য হারমোনিয়াম উপযুক্ত নয় বলেও দাবি ওঠে

তাতেই অল ইন্ডিয়া রেডিও-য় নিষিদ্ধ হয় হারমোনিয়াম

১৯৭১ সাল থেকে ধাপে ধাপে এই নিষেধাজ্ঞা উঠতে শুরু করে