জ্যোতি মলহোত্রা হরিয়ানার হিসারের একজন জনপ্রিয় ট্রাভেল ব্লগার ও ইউটিউবার



ইউটিউবার জ্যোতি মলহোত্রাকে পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার করা হয়েছে



তার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ জো-তে ৩৭৭০০০ সাবস্ক্রাইবার আছেন। ইন্সটাগ্রামে তার ১,৩১,০০০ এর বেশি ফলোয়ার্স আছে



ইউটিউব ও সোশ্যাল মিডিয়া থেকে তাঁদের মাসিক আয় প্রায় ৮০,০০০ টাকা থেকে ২,৭০,০০০ টাকার মধ্যে।



এই আয় সে ভিডিও ভিউজ ব্র্যান্ড ডিল ও স্পন্সরশিপ থেকে পায়



সোশ্যাল মিডিয়ায় তিনি প্রতিটি স্পন্সর্ড পোস্টের জন্য ২০,০০০ থেকে ৫০,০০০ টাকা পর্যন্ত চার্জ করেন



জনপ্রিয় ট্রাভেল ব্লগার হিসেবে জ্যোতি ট্রাভেল গিয়ার হোটেল এয়ারলাইন্স ও অন্যান্য ভ্রমণ অ্যাপের স্পন্সরশিপ থেকেও আয় করতেন



ইউটিউব ও ইন্সটাগ্রামে সক্রিয় থাকা ও অন্যান্য দেশ ভ্রমণ করে ব্লগ তৈরি করে তিনি একজন ডিজিটাল তারকা হয়ে উঠেছিলেন



তাদের গ্রেফতারির পর তাদের সোশ্যাল মিডিয়া ও ইউটিউব চ্যানেলে ব্যাপক প্রভাব পড়েছে



এই গ্রেফতারির পর বড় বড় ব্র্যান্ড ও স্পন্সররাও তাঁর থেকে দূরত্ব বজায় রাখতে পারে