একসঙ্গে ছবিতে অভিনয়, নায়ক-নায়িকার ভূমিকায় ছিলেন

দেশের সংসদেও এবার পাশাপাশি কঙ্গনা রানাউত-চিরাগ পাসোয়ান

'মিলে না মিলে হম' ছবির নাম ছিল, তবে সংসদে দেখা হয়েই গেল তাঁদের

বিজেপি-র টিকিটে লোকসভার সাংসদ নির্বাচিত হয়েছেন কঙ্গনা

বাবার পর রাজনৈতিক উত্তরাধিকার সামলাতে লোকসভায় চিরাগও

বিজেপি নেতৃত্বাধীন NDA শিবিরেরই সদস্য কঙ্গনা এবং চিরাগ

ফলে সংসদে তাঁদের উপস্থিতি বাড়তি মাত্রা যোগ করল

সংসদের তোরণে একসঙ্গে খোশগল্প, হাতে হাতও

তাঁদের দেখে কার্যতই থমকে গেলেন বাকিরা

কঙ্গনা এবং চিরাগের এই সাক্ষাৎ নিয়ে জোর চর্চা