তাণ্ডব চালিয়ে চলে গিয়েছে রেমাল, ক্ষতি করে গিয়েছে মণিপুরের রেমালের প্রভাবে একটানা ভারী বৃষ্টি, বানভাসি মণিপুরের বিস্তীর্ণ এলাকা এখনও পর্যন্ত তিন জনের মৃত্যুর খবর মিলেছে বাড়িঘর হারিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন কয়েক হাজার বাসিন্দা ভারী বৃষ্টির জেরে ধস নেমেছে জায়গায় জায়গায় উপতে পড়ছে ইম্ফল নদী, লোকালয়েও জল ঢুকে গিয়েছে মিজোরামেও রেমালের প্রভাব রয়েছে, সবমিলিয়ে উত্তর-পূর্বে মৃত ৪০ ইম্ফলের পশ্চিমে অন্তত ৮৬টি জায়গা বানভাসি উদ্ধারকার্য চালাচ্ছে সেনা, অসম রাইফেলস, ৪০০০ মানুষকে উদ্ধার করা হয়েছে পানীয় জলের সঙ্কট দেখা দিয়েছে, সেনার মেডিক্যাল ডিমও কাজ করছে