সবার প্রথমে যেতে হবে রাজ্য খাদ্য ও সরবরাহ দফতরের ওয়েবসাইটে। (ছবি সৌজন্য- গেটি)



মেনুতে থাকা সিটিজেন হোম অপশনে ক্লিক করুন। (ছবি সৌজন্য- গেটি)



পেজটি খোলার পর আধারের মাধ্যমে স্ব-সেবা মেনুতে ক্লিক করতে হবে। (ছবি সৌজন্য-পিটিআই)



নতুন পেজ খুললে মোবাইল নম্বর লিঙ্ক/ডিলিঙ্ক মেনুটিতে ক্লিক করতে হবে। (ছবি সৌজন্য- গেটি)



পরের পেজে রেশন কার্ড নম্বরটি দিয়ে ক্লিক করুন। (ছবি সৌজন্য- গেটি)



সেটি খোলার পর আধার অনুমোদন পরীক্ষা বক্সে ওটিপি পাঠান অপশনে ক্লিক করতে হবে। (ছবি সৌজন্য- গেটি)



ওটিপি এলে আধার লিঙ্ক থাকা মোবাইলের মাধ্যমে পাঠান। নতুন পেজে মোবাইল নম্বর লিঙ্ক বা ডিলিঙ্ক করার অপশন পাবেন। (ছবি সৌজন্য- গেটি)



আপনার প্রয়োজন অনুযায়ী নম্বর সরান বা নতুন নম্বর যুক্ত করুন। (ছবি সৌজন্য-এবিপি লাইভ)



ফের ওটিপি আসবে, সেটি দিলেই আপনার কাজ সফলভাবে সম্পন্ন হবে। (ছবি সৌজন্য-পিটিআই)



Thanks for Reading. UP NEXT

রেমালের প্রভাবে ভারী বৃষ্টি, বানভাসি মণিপুরে বাড়ছে মৃত্যু

View next story