তাইওয়ান এবং নেপাল আগেই অসাধ্যসাধন করে দেখিয়েছে এবার ইতিহাস রচনা করতে চলেছে তাইল্যান্ড সমকামী বিবাহকে আইনি স্বীকৃতি দেওয়ার পথে তাইল্যান্ড সরকার সেনেটের নিম্নকক্ষে ৪০০ সাংসদের সমর্থনে পাস বিবাহ সাম্য বিল উচ্চকক্ষে পাস হলেই দেশে সমকামী বিবাহ আইনত বৈধ হবে শুধু সমকামী বিবাহেই স্বীকৃতি নয়, সম্পত্তির অধিকারেও স্বীকৃতি দত্তক সন্তানও নিতে পারবেন সমকামী দম্পতিরা পাল্টে যাচ্ছে বিয়ের সংজ্ঞাও, স্বাসী-স্ত্রীর পরিবর্তে দুই ব্যক্তির মিলন বলে উল্লেখ হংকংয়ে এখনও আটকে রয়েছে সমকামী বিহাহের অধিকার মামলা ভারতের সুপ্রিম কোর্টও কেন্দ্রের কোর্টেই বল ঠেলেছে