প্রত্যেক দেশের জাতীয় পাখি, জাতীয় ফুল, জাতীয় পশু রয়েছে

ভারতের জাতীয় পশু হল রয়্যাল বেঙ্গল টাইগার

কিন্তু কয়েক দশক আগেও ভারতের জাতীয় পশু ছিল অন্য

সাতের দশকের গোড়ায় ভারতে বাঘের সংখ্যা বিপজ্জনক ভাবে কমে যায়

বাঘকে রক্ষা করতে তাই, জাতী পশুর তকমা দেওয়া হয়

১৯৭৩ সালে ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পের সূচনা, ওই বছরই জাতীয় পশুর স্বীকৃতি

তার আগে পর্যন্ত ভারতের জাতীয় পশু ছিল সিংহ

তবে খ্রিষ্টপূর্ব ২৫ সালেও ভারতে বাঘের অস্তিত্ব ছিল

সিন্ধু এবং মহেঞ্জোদাড়ো সভ্যতার নিদর্শনেও মেলে বাঘের হদিশ

প্রাক আর্য সমাজে শিবের মূর্তির পাশেই থাকত বাঘ