প্যারিস সঁ জরমঁ-র প্র্যাক্টিসের আগে মেসির সঙ্গে দেখা হল নেমারের বিশ্বকাপজয়ী সতীর্থকে অভিনন্দন জানালেন নেমার বিশ্বচ্যাম্পিয়ন হয়ে কেমন লাগছে, মেসির কাছে জানতে চাইলেন নেমার বিশ্বকাপ জেতার পর ছুটিতে ছিলেন মেসি পরিবারের সঙ্গে বড়দিন ও নববর্ষ কাটান তিনি ছুটি শেষ হতেই ক্লাবে ফিরলেন আর্জেন্তিনার মহাতারকা তাঁকে সংবর্ধনা দিল ক্লাব তবে দেখা যায়নি কিলিয়ান এমবাপেকে নেমার অবশ্য বন্ধুর সাফল্যে খুশি ক্লাবের হয়ে মেসির খেলা দেখতে মুখিয়ে ভক্তরা (ছবি - পিএসজি)