গায়ানায় ৪০ বলে ৬৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেন নিকোলাস পুরান



২ উইকেটে দ্বিতীয় টি-টোয়েন্টি জেতে ওয়েস্ট ইন্ডিজ়



এই নিয়ে ভারতের বিরুদ্ধে পঞ্চম অর্ধশতরান করলেন পুরান



টি-টোয়েন্টিতে ভারতের বিরুদ্ধে এর থেকে বেশি অর্ধশতরান আর কেউ করেননি



আইপিএলের সুবাদে জস বাটলার ভারতীয় সমর্থকদের কাছে বেশ পরিচিত নাম



তিনি ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে চারটি অর্ধশতরান করেছেন



কুইন্টন ডিককও স্পিন এবং পেস, উভয় ধরনের বোলিংয়ের বিরুদ্ধেই সমান দক্ষ



প্রোটিয়া তারকাও ভারতের বিরুদ্ধে চারটি অর্ধশতরান করেছেন



বিগত তিন বছর ধরে নিউজিল্যান্ড দলের বাইরে রয়েছেন কলিন মুনরো



আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তাঁর ১১টি অর্ধশতরানের মধ্যে চারটিই এসেছে ভারতের বিরুদ্ধে