বিশ্বজুড়ে ট্রেন্ডিং 'নো শেভ নভেম্বর' কী এই ট্রেন্ড? কেনই বা অংশ নেন এত লোকজন? শেভিং কিট-কাঁচি একমাস তুলে রাখা ট্রেন্ডে নাম লেখানোর এটাই শর্ত ক্যানসার আক্রান্তদের সাহায্য এই ট্রেন্ডের মূল উদ্দেশ্য গোটা মাস চুল-দাড়ি না কাটাই শুধু ট্রেন্ড নয় কিন্তু মাসজুড়ে জমানো অর্থ সাহায্য হিসেবে দেওয়াই আসল উদ্দেশ্য পুরুষদের পাশাপাশি এখন সামিল হন মহিলারাও অনেকেই উপহার দেন চুল দীর্ঘদিন না কাটা চুল ক্যানসার আক্রান্তদের জন্য উপহার বিপুল অর্থসাহায্য গত বছর ১.৭৬ মিলিয়ন ডলার অর্থসাহায্য করা হয়েছিল শুধু চুল-দাড়ি না কাটাই নয় স্বাস্থ্যকর জীবনযাপনের বার্তাও ট্রেন্ড্রের অঙ্গ।