Image Source: Pexels

ভারতে লঞ্চ হতে চলেছে নতুন স্মার্টওয়াচ Noise ColorFit Ultra 2 Buzz।

Image Source: Pexels

আগামী ১৭ অগস্ট লঞ্চ হবে Noise ColorFit Ultra 2 Buzz এই স্মার্টওয়াচ।

Image Source: Pexels

দেখে নেওয়া যাক নয়েজের আসন্ন এই স্মার্টওয়াচে কী কী ফিচার থাকতে চলেছে।

Image Source: Pexels

Noise ColorFit Ultra 2 Buzz স্মার্টওয়াচে ব্লুটুথ কলিং ফিচার থাকতে পারে।

Image Source: Pexels

এই স্মার্টওয়াচে ১০০- র বেশি ওয়াচ ফেস এবং ১০০- র বেশি স্পোর্টস মোড থাকতে পারে।

Image Source: Pexels

একবার চার্জ দিলে ৭ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই ব্যাটারি লাইফ থাকতে পারে এই স্মার্টওয়াচে।

Image Source: Pexels

হার্ট রেট সেনসর, SpO2 সেনসর এবং অন্যান্য আরও কিছু হেলথ ট্র্যাকার থাকতে পারে নয়েজের আসন্ন স্মার্টওয়াচে।

Image Source: Pexels

১৭ অগস্ট অর্থাৎ লঞ্চের দিন থেকেই এই স্মার্টওয়াচের বিক্রি শুরু হবে বলে জানা গিয়েছে।

Image Source: Pexels

নয়েজের আসন্ন এই স্মার্টওয়াচে ১.৭৮ ইঞ্চির অ্যামোলেড স্ক্রিন থাকতে পারে।

Image Source: Pexels

এই স্মার্টওয়াচে অলওয়েজ অন ডিসপ্লে ফিচার থাকারও সম্ভাবনা রয়েছে।

Thanks for Reading. UP NEXT

আইফোন ১৪ প্রো মডেলে কত স্টোরেজ থাকতে পারে?

View next story