ভারতে লঞ্চ হতে চলেছে নতুন স্মার্টওয়াচ Noise ColorFit Ultra 2 Buzz। আগামী ১৭ অগস্ট লঞ্চ হবে Noise ColorFit Ultra 2 Buzz এই স্মার্টওয়াচ। দেখে নেওয়া যাক নয়েজের আসন্ন এই স্মার্টওয়াচে কী কী ফিচার থাকতে চলেছে। Noise ColorFit Ultra 2 Buzz স্মার্টওয়াচে ব্লুটুথ কলিং ফিচার থাকতে পারে। এই স্মার্টওয়াচে ১০০- র বেশি ওয়াচ ফেস এবং ১০০- র বেশি স্পোর্টস মোড থাকতে পারে। একবার চার্জ দিলে ৭ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই ব্যাটারি লাইফ থাকতে পারে এই স্মার্টওয়াচে। হার্ট রেট সেনসর, SpO2 সেনসর এবং অন্যান্য আরও কিছু হেলথ ট্র্যাকার থাকতে পারে নয়েজের আসন্ন স্মার্টওয়াচে। ১৭ অগস্ট অর্থাৎ লঞ্চের দিন থেকেই এই স্মার্টওয়াচের বিক্রি শুরু হবে বলে জানা গিয়েছে। নয়েজের আসন্ন এই স্মার্টওয়াচে ১.৭৮ ইঞ্চির অ্যামোলেড স্ক্রিন থাকতে পারে। এই স্মার্টওয়াচে অলওয়েজ অন ডিসপ্লে ফিচার থাকারও সম্ভাবনা রয়েছে।