কিন্তু জানেন কি, এই খ্যাতি পেতে নোরাকে পেরোতে হয়েছে অনেক কঠিন পথ।
মাত্র ৫ হাজার টাকা নিয়ে মায়ানগরীতে পা রেখেছিলেন নোরা ফতেহি
নোরার অভিনয়কে পেশা করার সিদ্ধান্ত মেনে নেননি তাঁর পরিবার।
সামান্য সম্বল নিয়ে বাড়ি থেকে কার্যত পালিয়ে মুম্বই এসেছিলেন নোরা।
৬ বছরে নোরাকে অপমানিত হতে হয়েছে বহুবার, শুনতে হয়েছে তাঁর প্রতিভা নেই।
কাস্টিং ডিরেক্টরের থেকে একাধিকবার অপমানিতও হতে হয়েছে নোরাকে
বর্তমানে 'কুসু কুসু' থেকে শুরু করে তাঁর নতুন মিউজিক ভিডিও 'নাচ মেরি রানি' দর্শকদের মন কেড়েছে।
'মি. এক্স'-এ একটি বিশেষ ভূমিকায় অভিনয় করেছিলেন নোরা। 'বাহুবলী' ছবির আইটেম গানে দেখা গিয়েছিল নোরাকে। এরপর 'বিগ বস' ও 'ঝলক দিখ লা জা'-শো-এ অংশ নিয়েছিলেন নোরা।
'রোয়ার: দ্য টাইগার্স অব দ্য সুন্দরবনস' ছবির হাত ধরে বলিউডে পা রেখেছিলেন নোরা। পুরী জগন্নাথের তেলুগু চলচ্চিত্র 'টেম্পার'- এ একটি আইটেম গানে নাচ করেন তিনি।